ইতালিতে স্কলারশিপ কিভাবে পাওয়া যায-ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায
ডিজিটাল মার্কেটিং এর প্রধান প্রধান স্তর কোনটি
বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা আর্থিক সংকট। ইতালিতে স্কলারশিপ কিভাবে পাওয়া যায।ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও বিদেশে পড়তে যেতে পারে না অনেক শিক্ষার্থী। ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায।এছাড়াও কলারশিপ দেওয়ার জন্য ইতালি সরকারের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে।
এ সমস্যার সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সহযোগিতা হওয়া স্কলারশিপ প্রদান করে থাকে। স্কলারশিপ বা শিক্ষাবৃত্তীয় মাধ্যমের সর্ব খরচেবা বিনা খরচে পড়াশোনা জন্য বিদেশ যাওয়া যায় কারণ অনুযায়ী আবাসন ভাতা যাতায়াতের ভাড়া বিমানের টিকিট ও অন্তর্ভুক্ত থাকে।
পেজ সূচিপএ :ইতালিতে স্কলারশিপ কিভাবে পাওয়া যায়
- ইতালিতে স্কলারশিপ কিভাবে পাওয়া যায়
- IELTS ছাড়া ইতালি স্টুডেন্ট ভিসা
- ইতালিতে মস্টার্স খরচ
- ইতালিতে পড়াশোনার খরচ
- বিদেশে স্কলারশিপ পাওয়ার উপায়
- ফুল ফ্রি৷ স্কলার শিপ ২০২৪
- কোন কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়
- বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা
- ইউরোপের কোন দেশে ফ্রি পড়াশোনা করা যায়
- শেষ কথা
ইতালিতে স্কলারশিপ কিভাবে পাওয়া যায়
আন্তর্জাতিক সংস্কৃতি বৈজ্ঞানিক বিকাশ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার
লক্ষ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অধীনস্থ
প্রতিষ্ঠান এমআইসিআই প্রতি বছর বিদেশী শিক্ষার্থীদের জন্য ইতালি
বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে উচ্চশিক্ষা লাভের জন্য স্কলারশিপ সুবিধা দিয়ে
থাকি। এছাড়াও কলারশিপ দেওয়ার জন্য ইতালি সরকারের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে।
যেমন ইতালিকে ভাষাকে বিশ্ববাসী নিকট পরিচিতি করা।
এবং ইতালির অর্থনীতিকে মেধাবী শিক্ষার্থীদের অবদান রাখা।এই স্কলারশিপ এর
মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র ইটালিরা একাডেমিক কোসগুলোতে গ্রহণ করতে পারবে ।
বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা আর্থিক সংকট। ইতালিতে
স্কলারশিপ কিভাবে পাওয়া যায।ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও বিদেশে পড়তে যেতে পারে
না অনেক শিক্ষার্থী। ফ্রি স্কলারশিপ কিভাবে পাওয়া যায।এছাড়াও কলারশিপ
দেওয়ার জন্য ইতালি সরকারের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে।
স্কলারশিপ অবেদন পদ্ধতি
ইতালি বিশ্ববিদ্যালয় ব্যবস্থা ও তালিকাভুক্তির জন্য আবেদন করার জন্য
শিক্ষার্থীদের কমপক্ষে 17 বছর বয়স হতে হবে এবং অন্যতম 12 বছরের শিক্ষা সম্পন্ন
করতে হবে। ইতালি ও বা ইউরোপীয় ইউনিয়নের জাতীয়তা বা ইতালিতে বসবাসের পারমিট সহ
শিক্ষার্থীরা সরাসরি নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে বা AFAM প্রতিষ্ঠানে
তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। তালিকাভুক্তি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত
তথ্য অবশ্যই পৃথক বিশ্ববিদ্যালয়ের পাওয়া যাবে যার জন্য আপনি আবেদন করতে
চান।
শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে ইতালি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে
পারবে। একবার তালিকাভুক্ত সম্পন্ন হলে প্রতিটি শিক্ষার্থী একটি শনাক্তকরণ নম্বর
(ম্যাট্রিকুলেশন নম্বর )পাবে। যা টিউশন ফ্রি প্রদানের জন্য এবং পরীক্ষার জন্য
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় হবে। একবার ডিগ্রী কোর্স বাছাই করা হলে ভুতি পরীক্ষা
আছে কিনা তা পরিক্ষা করতে পারবে। তিন বছরের ডিগ্রী কোসে তালিকা সীমিত নথিভুক্তির
সাথে ।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান এবং AFAM পরবর্তী তালিকা অধিভুক্ত নয় এমন কোসগুলোর
জন্য ভর্তির পরীক্ষার অনুরোধ করতে সক্ষম হবে। বা একটি প্রবেশিকা পরীক্ষা বা
প্রেরণামূলক পরীক্ষা সাপেক্ষে সকলের জন্য উন্মুক্ত হতে পারে। ভর্তি পরীক্ষার
ক্যালেন্ডার সরাসরি নির্বাচিত বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে পাওয়া যাবে।ভর্তি
পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতি নিম্নলিখিত পোটালে পাওয়া যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টশন
দুই কপি সহ মূল প্রাক নিবন্ধন আবেদন
প্রাক-নথিভুক্ত আবেদন অবশ্যই পাঠাতে হবে সাধারণত ফেব্রুয়ারি এবং জুলাইয়ের শেষের
মধ্যে। ছাত্রের জন্মস্থান উপস্থিত ইতালি কূটনৈতিক মিশন/কনস্যুলেটের মাধ্যমে। আরো
বিস্তারিত জানার জন্য রেফারেন্সের দেশের ইতালির দূতাবাসের ওয়েবসাইটের সাথে
পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইতালির উল্লেখ যোগ্য কিছু বৃওির তথ্য তুলে ধরা হলো
বিদেশে যারা পড়াশোনা করতে চান।তাদের অনেককে পছন্দ শীর্ষে রয়েছে ইউরোপ দেশ
ইতালি। যারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ খোজেন তাদের জন্য ইটালির একটি
দারুন।জায়গা । ইতালি সরকারি কলারশিপ সহ দেশটির শীর্ষক বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৮ হাজার আটশো বৃওির প্রদান করে থাকে। অবসান খরচ
নিউশন ফ্রি মাসের ২৫০০ ডলার সমান সুযোগ এই বৃওিতে।
ইটালিয়ান গভনমেন্ট স্কলারশিপ
ইতালি সরকার দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে বিদেশে শিক্ষার্থীদের মাস্টার্স
এবং পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তিতে প্রদান করে থাকে এই ভিত্তিতে মাসে 900
টিউশন ফি ও স্বাস্থ্য মিলবে। বিস্তারিত দেখুন এখানেঃ
স্কুয়োলা নর্মাল সুপেরিয়র স্কলারশিপ
স্কয়োলা নমাল সুপেরিয়র স্কলারশিপ এ চার বছর মেয়াদি ৭৫ টির বেশি পিএইচডি
স্কলারশিপ দেশ দেশটি।এই বৃত্তি দেশি ও বিদেশী শিক্ষার্থীদের জন্য। এই স্কলারশিপ
আওতায় শিক্ষার্থীরা টিউশন ফ্রি ও থাকার সুবিধা পেয়ে থাকেন। আবেদন ও বিস্তারিত
জানতে এখানে ক্লিক করুনঃ
https://www.sns.it/en/phd-admission-competition
আর্তুরো ফালাচি পিএইচডি স্কলারশিপ
শিক্ষার্থীদের জন্য ব্যাপক অর্থায়ন করে আর্তুরো ফালাচি পিএইচডি ফলোশিপ এর
বিদেশি। এই ফলোশিপের মেয়াদ ২ বছর।ক্ষেত্র বিশেষ আরো এক বছর বাড়াতে পারবে। এই
বৃওিতে উপবৃত্তি, স্বাস্থ্য বীমা ও অতিরিক্ত নানা সুবিধা। কিভাবে আবেদন করবেন
দেখুনঃ
https://www.icgeb.org/fellowships/arturo-falaschi-phd-fellowships-2024
বোকোনি ইউনিভার্সিটির স্কলারশিপ
স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বিদেশী শিক্ষার্থীরা বোকোনি ইউনিভার্সিটিতে
স্কলারশিপের সুযোগ পান। আবসন সুবিধা, টিউশন ফি, ছাড়াও প্রতিবছর স্নাতক
শিক্ষার্থীরা ১২ হাজার ইউরো ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা ১৩ হাজার ইউরো
পান।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ
বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী বিদেশী শিক্ষার্থীদের সম্পূর্ণ অধ্যয়ন
করে বোলোগনা ইউনিভার্সিটি কলারশিপ। টিউশন ফ্রি সহ বছরে ১১ হাজার শিক্ষা অনুদান এই
স্কলারশিপের আও তাই পাওয়া যায়।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃhttps://www.unibo.it/en/study/study-grants-and-subsidies/scholarships-and-funding-opportunities
IELTS ছাড়া ইতালি স্টুডেন্ট ভিসা
উচ্চ শিক্ষায় ইতালি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মধ্যে একটি। ।itali উচ্চ
শিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। ইটালি ৯০ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ৫০ টার বেশি প্রচলিত হয়
সরকারের অর্থায়নে।এছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয় পাশাপাশি রয়েছে পোস্ট
গ্রাজুয়েট সেন্টার ও পলিটেকনিক্যাল ও অন্যান্য উচ্চ শিক্ষা।
ইতালি কেন পড়াশোনা করবেন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেরা কয়েকটি স্থানের মধ্যে একটি ইতালি। এখানে
বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদানকারী অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। তুলনামূলকভাবে
স্বল্প টিউশন ফ্রি দিয়ে পড়াশোনা করতে পারবেন,।স্বল্প খরচে বাস করতে নিত্য নতুন
পড়াশোনার বৈচিত্র দেখতে পারবেন পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পাবেন। অনেক
ধরনের কোস থেকে নিজের পছন্দমত কোস বাছাই করতে পারবেন।
কোন ধরনের ভিসা নির্বাচন করবেন
ইতালিতে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ে তোলার জন্য ইতালিতে স্টুডেন্ট ভিসা প্রচলিত
আছে। ইতালিতে মূলত তিন ধরনের স্টুডেন্ট ভিসার প্রচলিত আছে।এই তিন ধরনের ভিসার
থেকে আপনাকে প্রয়োজন মতো ভিসা বাছাই করে সেটির জন্য এপ্লাই করতে হবে। এই তিন
ধরনের ভিসা হচ্ছে।
স্টুডেন্ট ভিসা
এ ধরনের ভিসার জন্য একজন রেজিস্টার শিক্ষার্থী যেকোন ধরনের কোস করতে পারবেন। এ
ধরনের ভিসা পাওয়ার জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। এছাড়াও
যেকোনো ইটালিয়ান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সুযোগ পেতে এবং স্বাস্থ্য বীমা থাকতে
হবে। এ ধরনের স্টুডেন্ট ভিসা কোনো স্পসার দরকার পড়ে না।এ ধরনের ভিসার সর্বোচ্চ
পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে। এই ভিসা নিয়ে ইতালি গিয়ে পড়াশোনা পাশাপাশি পাটটাইম
চাকরিও করতে পারবেন।
আপনার ভিসার আবেদন ফমে পরিবার ও আত্মীয়-স্বজনের নাম উল্লেখ করে দিতে পারেন
কিংবা চাইলে তাদের জন্য আলাদা করে ভিসার আবেদন করতে পারেন। এই স্টুডেন্ট ভিসার
৩০০০০ থেকে ৩৫০০০এর মতো খরচ হতে পারে।
স্টুডেন্ট গাডিয়ান ভিসা
এ ধরনের ভিসা পেতে হলে আপনার পরিবার বগের সদস্যকে পূবে ইতালির অধিবাসী হতে হবে।
এছাড়াও পড়াশোনার খরচ ও বাসস্থান খরচ ওঠানোর মতো যথেষ্ট অথ থাকতে হবে ও কম করে
২১ বছর বয়সী হতে হবে। স্পশার ছাড়া ও ধরনের ভিসার আবেদন করা যায় । এ ধরনের ভিসা
সর্বোচ্চ পাচ বছর মেয়াদি হয়ে থাকে। ফল এই ভিসা নিয়ে পড়াশোনা পাশাপাশি পাট
টাইম বা ফুল টাইম চাকরি করতে পারবেন।
পরিবার আত্মীয় স্বজনদের জন্য আলাদা করে ভিসার আবেদন করতে পারবেন।এই ভিসার
পড়াশোনার জন্য আবেদন করতে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মতো খরচ হতে পারে।
স্পেশাল ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা
এই ধরনের ভিসা পেতে হলে আপনার পরিবারের যে স্বজনদের ইতালির অধিবাসী হতে
হবে।এছাড়াও শিক্ষার্থী স্বাস্থ্য বীমা ও থাকতে হবে। ভিসার আবেদন করার জন্য কোনো
স্পসার দরকার পড়বে না। এই ধরনের ভিসার কোন মেয়াদ থাকে না।পড়াশোনার পাশাপাশি কোন
ধরনের চাকরি করতে পারেন। পরিবার ও অত্নীয়দের জন্য আলাদা করে ভিসার আবেদন
করতে হবে না। এছাড়াও এর ভিসার আবেদন করতে কোন খরচ হয় না।
এই ভিসার আবেদন করার জন্য ইন্টারনেট থেকে আবেদন ফরম ডাউনলোড অথবা যে কোন ট্রাভেল
এজেন্সি থেকে ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান করে নিতে পারেন।
ইতালিতে মস্টার্স খরচ
ইতালি ইউরোপের দক্ষিণ ইউরোপীয় দেশ। এটি ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া
স্লোভেনিয়া সান মেরিনো ভ্যাটিকান সিটির মতো দেশের সীমানা। অনেক শিক্ষাথী শিক্ষার
উচ্চ মানের কারণে ইতালি পড়াশোনার করতে পছন্দ করে কম টিউশন ফ্রি। সুতরাং
আপনি যদি অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য মতো দেশে
পড়াশোনার জন্য উচ্চ শিক্ষার ফ্রি বহন করতে না পারেন। তবে আপনি এখন ইতালিতে
পড়াশোনার জন্য মন তৈরি করতে পারেন। ইতালিতে ভর্তি প্রয়োজনীয়তা ভাষার
প্রয়োজনীয়তা জীবনযাত্রার উল্লেখ করা হলো:
ইতালিতে পড়াশোনার খরচ
ইতালি বিশ্ববিদ্যালয় গুলি আন্তর্জাতিক শিক্ষাথী সহ সকল শিক্ষার্থীর জন্য অত্যন্ত
কম টিউশন ফ্রি নেয়। ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রাম গুলির জন্য প্রতিবছর
পনেরশো ইউরো শিক্ষন ফ্রি নেয়।কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের তাদের আর্থিক
অবস্থা বা একাডেমিক পারফরমেন্স টিউশন ফি প্রধান থেকে ছাড় দেওয়া হয়। আমরা
পরামর্শ দিচ্ছি যে আপনি টিউশন ফি জন্য যোগ্য কিনা তা জানতে ইটালিতে আপনার
বিশ্ববিদ্যালয় সাথে যোগাযোগ করুন।
ইতালিতে বাসা খরচ
আপনার বাসিন্দার উপর নির্ভর করে শিক্ষার্থীদের জন্য ইতালিতে বসবাস যথেষ্ট কম বা
উচ্চ হতে পারে।উদাহরণস্বরূপ উওরে পর্যটন অঞ্চল এবং প্রধান শহর গুলিতে ছোট
শহরগুলিতে তুলনা বেশি ব্যয়বহুল। এক মাসে ১০০০ ইউরো থেকে ১৫০০ ইউরো বাজেট
খাওয়ানো, থাকার ব্যবস্থা, পরিবহন,বই কেনা জীবনযাত্রার খরচ সরবরাহ করতে পারে
এখানে নিচে ভাঙ্গন এখানে রয়েছে।
ভর্তির প্রয়োজন
আপনি যদি স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন করেছেন, আপনার দেশে এমন বৈধ স্কুল ছাড়ার
প্রশংসাপত্র থাকা উচিত যা আপনাকে আপনার দেশের উচ্চতা শিক্ষার জন্য যোগ্য
করে তোলে এটি আপনাকে ইতালির পড়াশোনার জন্য যোগ্য করে তুলবে মাস্টার্স এর জন্য
ভালো বেচেলার ডিগ্রী প্রশংসাপত্র প্রয়োজন হয় এবং পিএইচডি করার জন্য একটি ভালো
মাস্টার ডিগ্রী ফলাফল হয়।
ইতালিয়ান ভাষা
বিশ্ববিদ্যালয়ের গবেষণা এক্সেস সম্পর্কিত ইতালিয়ান আইন অনুসারে শিক্ষার্থীদের
ইতালিয়ান ভাষার পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার কারণ এটি শিক্ষার স্বাভাবিক ভাষা
সাধারণ B2 ইতালির সর্বনিম্ন স্তর থাকা প্রয়োজন Europass ভাষা পাসপোর্ট
শ্রেনিবিভাগ।আপনি যদি ইটালিয়ান জ্ঞানের চর ইউরোপাসটি ল্যাঙ্গুয়েজ
পাসপোর্ট এর শ্রেণীবিভাগ B2 মিলে যায় তবে আপনাকে ইটালিয়ান ভাষার পরীক্ষা দেওয়া
থেকে ছাড় দেওয়া হয়।
যতক্ষণ না ইটালি ভাষার আপনার স্তরের C1 বা C2 এর সাথে সম্পর্কিতনা হওয়া পর্যন্ত
আপনাকে ইতালি ভাষার পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষাটি সেই সংস্থার দ্বারা
সংঘটিত হবে এখানে আপনি সাধারণ সেপ্টেম্বর মাসে পড়তে পারেন।
ইংরেজি ভাষা
আপনি যদি আপনার অধ্যায়ন প্রোগ্রাম বা কোসটি ইংরেজি ভাষাতে শেখানো হয় তবে আপনার
ইংরেজি কোর্সের স্তর ইংরেজি কোসের প্রাপ্ত ফলাফল উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে
হবে।দয়া করে সর্বদা আপনি বিশ্ববিদ্যালয়ের সাথে পরীক্ষা করে নিন যে আপনার
ইংরেজি পড়াশোনা এই প্রয়োজনীয়তা পূরণ করার জন্য পর্যাপ্ত আছে কিনা।
ইতালিতে পড়াশোনার খরচ
উচ্চশিক্ষার জন্য ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে।
বিভিন্ন দেশে থেকে বহু শিক্ষার্থী ইতালির উদ্দেশ্য পাড়ি জমান ইতালির সরকারি
ও বেসরকারিতে অনেক ইউনিভার্সিটি ওয়ার্ল্ড রেংকিং এ এর জায়গা করে
নিয়েছে।ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় ইতালিতে পড়াশোনা খরচ অনেক
কম। বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ও ইতালীয় উভয় ভাষায় কোর্স অফার করা
হয়ে থাকে।
যদি কেউ ইতালির ভাষা না হয়ে থাকেন তাহলে অবশ্যই ইংরেজি কোস নিয়ে পড়াশোনা
করা উচিত। ইতালিতে ৫৮টি সরকারি ১৭ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতিবছর
সাধারণত দুইটি সেমিস্টার স্টুডেন্ট ভর্তি করা হয়। প্রথম সেমিস্টার শুরু হয়
সেপ্টেম্বর -অক্টোবর মাসে আর শেষ হয় জানুয়ারি -ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে
দ্বিতীয় সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে শেষ হয় জুলাই মাসে তবে
বিশ্ববিদ্যালয় ভেদে পরিবর্তন হতে পারে।
টিউশন ফি
ইউরোপের দেশ গুলির মধ্যে ইতালিতে টিউশন ফি তুলনামূলক কম। পড়াশুনা বাবদ প্রায়
১৮০০ থেকে ৮ হাজার ইউরো খরচ হয় যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার থেকে
৭ লক্ষ ৬০ হাজার টাকার মত। তবে বিশ্ববিদ্যালয় ও কোস ভেদে এটা কমতে পারে।
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়তে গেলে কয়েক গুণ বেশি খরচ গুনতে হবে
শিক্ষার্থীদের।
স্কলারশিপ
ইতালিতে অনেক স্কলারশিপ এর সুযোগ রয়েছে।সরকারি বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন
ধরনের অনুদান দেওয়া হয়ে থাকে। স্কলারর্শিপ সম্পর্কিত তথ্য জানতে আপনার পছন্দের
বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে গিয়ে কলারশিপ সেকশনে ক্লিক করে জেনে নিতে
পারেন।
ভাষাগত যোগ্যতা
বর্তমানে ইতালিতে ভিসার জন্য আইইএলটিএস ৬.০০স্কোর প্রয়োজন। অন্যদিকে
ইতালীয় ভাষার জন্য কমপক্ষে বি ২ লেভেল ইউরো পাস language passport
প্রয়োজন।তবে B2 লেভেল পাশ করলেই ইতালিতে গিয়ে আপনাকে ভার্সিটিতে আবার পরীক্ষায়
বসতে হবে। আর যদি C 2 language exam পাস করেন তাহলে আর কোন পরীক্ষা দেওয়া
লাগবে না।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- সব একাডেমি সার্টিফিকেট
- মার্কসিট
- পাসপোর্ট সাইজের ছবি
- রিকমিটেশন লেটার
- আইইএলটিএস স্কোর
- অফার লেটার
- এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সার্টিফিকেট
খরচ
ইতালিতে থাকা খাওয়া সহ সব মিলিয়ে প্রায় 1 হাজার থেকে 1 হাজার 800
ইউরো।ইতালিটিতে বিশ্ববিদ্যালয় থাকার কোন ব্যবস্থা নেই। তবে প্রতিটি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকার জন্য নিজস্ব অফিস থেকে এই ব্যবস্থা করে
দেয়। এছাড়াও পার্ট টাইম জবের সুযোগ রয়েছে। সপ্তাহে ২০ ঘন্টা পার টাইম জব করার
সুযোগ থাকে। ইতালিও ভাষা জানা থাকলে এটা দিয়েও সহজেই কাজের পাওয়া যায়।
নাগরিকত্ব
পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসে সুযোগ আছে ইতালিতে। ফুল টাইম কাজের সনদ জমা
দিয়ে স্টুডেন্ট ভিসা থেকে পিআই ক্যাটাগরি ভিসার পরিবর্তন করার সুযোগ আছে। তবে
এতে এক বছর থেকে দুই বছর সময় লাগতে পারে। আর এই পিআর নাগরিত্ব পেতে চাইলে
খুঁজে আপনাকে বৈধ ভাবে দশ বছরে ইতালিতে থাকতে হবে।
বিদেশে স্কলারশিপ পাওয়ার উপায়
বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিশ্বের
বিভিন্ন দেশে পালিয়ে থাকেন বাংলাদেশ থেকে বিশ্বের যেসব দেশের সবচেয়ে বেশি
শিক্ষিত যাতে আগ্রহী থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে রাজ্য কানাডা অস্ট্রেলিয়া
জার্মানি এবং ইতালি। ওইসব দেশে শিক্ষার প্রতিষ্ঠানগুলো সাধারণত নভেম্বর
থেকে শুরু করে জানুয়ারি মাসের মধ্যে বেশিরভাগ বিদেশি শিক্ষার্থীর
আবেদন করে থাকেন।
বিদেশি শিক্ষার্থী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের পড়তে যাওয়া আলাদা আলাদা
নিয়ম রয়েছে। তবে কিছু ব্যতিক্রম সাধারণ কিছু নিয়ম বিশ্বের প্রায় সব দেশে একই
রকম। আপনি আসলে কোন দেশে যেতে চান তা নিধারণ করতে হবে। তারপর সে দেশের শিক্ষা
ব্যবস্থা শিক্ষাবৃত্তির সুযোগ জীবন যাপনের ব্যয় সমূহ তথ্য সংগ্রহ করতে
হবে।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে তথ্য অনুযায়ী দেশটিতে শিক্ষাথী হিসাবে পড়তে
যেতে হলে আপনার বয়স ১৬ বছরের বেশি হতে হবে। তার মানে এসএসসি বা সমমানের পাশের পর
আপনি স্নাতক পড়তে যুক্তরাজ্য যেতে পারবেন। এছাড়াও পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স
ডিপ্লোমা করতে পারবেন।শিক্ষার্থী হিসেবে ভিসার আবেদন করতে হলে অবশ্য স্বীকৃত কোন
একটি প্রতিষ্ঠান থেকে কোনো একটি কোসের আফার থাকতে হবে।
কনফার্মেশন অফ এক্সেস প্যান্ট বা সংক্ষেপে সিএএস আপনাকে ভিসা আবেদনের সাথে জমা
দিতে হবে।এছাড়াও এই লেটারে একটি রেফারেন্স নম্বর থাকবে যেটা আপনাকে আবেদনের সাথে
জমা দিতে হবে। কোন প্রতিষ্ঠান থেকে আসা অফার অবশ্যই শতহীন হতে হবে।
অফারটিতে যদি কোন শত থাকে তাহলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না।আপনি যে
খসে পড়তে যাচ্ছেন সেটির খরচ এবং যুক্তরাষ্ট্রের জীবনধারণের খরচ যখন এর মত
পর্যাপ্ত অর্থ থাকতে হবে।
এর পরিমাণ কত হবে সেটা নির্ভর করবে আপনি কোন কোসে পড়াশোনা করতে চাচ্ছেন এবং
কোসের দৈর্ঘ্য কত তার উপর।আপনার অন্তত এক শিক্ষা বছর বা 9 মাসে পড়াশোনা ও
যুক্তরাজের থাকা খাওয়ার ব্যয় বহন অর্থ থাকতে হবে। তবে আপনার কত খরচ পড়বে সেটি
আপনার অফার লেটার বা কনফার্মেশন অফ এক্সান উল্লেখ করা থাকবে। পড়তে যেতে হলে
আপনাকে অবশ্যই ইংরেজি জানার পাত্র থাকতে হবে নিশ্চিত করতে হবে।
যে আপনি ইংরেজি পড়তে লিখতে বলতে এবং বুঝতে পারেন এর জন্য নির্ধারিত কিছু টেস্ট
বা পরীক্ষা রয়েছে। এছাড়াও আপনাকে কিছু নথি অবশ্যই দেখাতে হবে এর মধ্যে রয়েছে
পাসপোর্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠানো আফার লেটার পড়াশোনা জীবন ধারণের জন্য
প্রয়োজনীয় অর্থের প্রমাণপত্র যক্ষা পরীক্ষার সার্টিফিকেট, অর্থযন ইত্যাদি
আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চান না কেন অন্তত ছয় মাস আগে আপনার ভিসার জন্য
আবেদন করতে হবে।
সাধারণত তিন সপ্তাহের মধ্যে আপনি আপনার আবেদন বিষয়ে সিদ্ধান্ত জানতে পারবেন।
যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন তা নির্ভর করে আপনি কি ধরনের কোস করছেন তার
কতদিন তার উপর আপনার বয়স যদি ১৮ বছর বা তার চেয়ে বেশি হয় এবং আপনার কোর্স
যদি স্নাতক পর্যায়ে হয় তাহলে আপনি সাধারণত পাচ বছর থাকার সুযোগ পাবেন নাহলে
সাধারণ দুই বছর থাকার সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্র
মার্কিন রাষ্ট্র দপ্তরে তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যেতে হলে কলেজ
বা ইউনিভার্সিটি ও সাবজেক্ট খুঁজে যেটা আপনার জন্য সবচেয়ে ভালো উপযোগী।
যুক্তরাজ্যের ভালো ও শিক্ষা প্রতিষ্ঠান কোন তালিকা নেই তাই বলার হয় যে আপনার
শিক্ষাগত আর্থিক এবং ব্যক্তিগত সাথে যেটি সবচেয়ে বেশি সমস্যপূর্ণ সেটি আপনার
জন্য সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান । ভালো শিক্ষাপ্রতিষ্ঠান ও কোর্স খুঁজে বের
করার জন্য এ কাজটি ।
আপনাকে শিক্ষা এক বছর বা 18 মাস আগে থেকে শুরু করতে হবে। এক্ষেত্রে আপনাকে মাথায়
রাখতে হবে আপনি কোন স্টেটে বা কোন কলেজ বা ইউনিভার্সিটি আপনার সাথে সবচেয়ে বেশি
সামজ্ঞস্যপূন্য। আপনারা আর্থিক সহযোগিতা দরকার কিনা ভর্তি ও বৃত্তি আবেদনের শেষ
তারিখ কবে ইত্যাদি। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সব সার্টিফিকেট দরকার
ইংরেজি ভাষায় না থাকলে সেটা ইংরেজি ভাষায় অনুবাদ করতে হবে।
ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেটে থাকতে হবে। একাডেমিক অভিজ্ঞতা
সার্টিফিকেট ও রিকমেন্ডের লেটার থাকা দরকার। সেই সাথে আপনার আগ্রহ লক্ষ্য
ইত্যাদি বিষয়ে একটি রচনা বা ব্যক্তিগত বিবৃতি লিখতে হবে এবং সেগুলো ভিসার
আবেদনের সাথে জমা দিতে হবে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এবং বিশ্ববিদ্যালয় খরচ
ভিন্ন বেশি হলেও এখানে বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে। তাই আপনার আর্থিক পরিকল্পনা
যত দ্রুত শুরু করুন।
মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন ও বৃত্তির আবেদন একই সাথে শুরু
হয়। ভতির পরের ধাপ হচ্ছে ভিসার জন্য আবেদন।তবে ভিসার আবেদন করতে হলে
অবশ্যই আপনার কোন শিক্ষাপ্রতিষ্ঠানের অফার লেটার থাকতে হবে। যুক্তরাষ্ট্র ভিসা
আবেদনের জন্য এবং বিভিন্ন ধরনের একাডেমি সার্টিফিকেট পছানোর বিষয়ে রয়েছে সময়
নিয়ে ধীরে ধীরে সুস্থ করতে হবে।
কানাডা
কানাডায় পড়তে যেতে হলে কি ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে তা শিক্ষা প্রতিষ্ঠান
ভিন্ন হয়ে থাকে তবে নিয়ম রয়েছে যা মোটামুটি সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য
প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠার খুজার বিষয়ে এডুকানাডা নামে কানাডা সরকারের
ওয়েবসাইট বা আপনি যে যে প্রদেশে পড়াশোনা করতে আগ্রহী সেই প্রদেশের শিক্ষা
মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং কানাডা বুরো ফর ইন্টারন্যাশনাল এডুকেশন এর
ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়ার পর আপনাকে পছন্দের বিষয়ে আবেদন করতে হবে। সে
ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোস শুরু হওয়ার অন্তত এক বছর যে শিক্ষা
প্রতিষ্ঠান আপনি আবেদন করতে হবে।আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান তাদের
সাথে যোগাযোগ করলে তারা ওই নির্ধারিত বিষয়ে সম্পর্কে তথ্য জানাবে।আবেদন
ফ্রি স্বাস্থ্য বীমা বাড়িভাড়া কানাডায় বসবাস খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য
জানাবে।
শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে নিতে আগ্রহী হলে তারা একটি লেটার এক্সপোর্টেশন
পাঠাবে।যা আপনার স্টাডি ফরমেট আবেদন আবেদনের সময় দরকার হবে।কানাডা অভিবাসন
সংক্রান্ত সরকারের তথ্য অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের হতে হলে আপনাকে অবশ্যই সব
ধরনের একাডেমিক সার্টিফিকেট বা আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকতে হবে।
এগুলো ইংরেজিতে না থাকলে অনুবাদ করে নোটারি করিয়ে নিতে হবে।
কানাডা ইংরেজি ও ফর্সি দুই পড়াশোনা করা সম্ভব। ইংরেজি ভাষায় দক্ষতা সার্টিফিকেট
থাকতে হবে। সে ক্ষেত্রে আইইএলটিএস ও টয়েফেল গহনযোগ্য।সাথে দরকার হবে সেন্টিমেন্ট
অফ পারপাস যা সংক্ষেপে এসওপি অর্থাৎ কোন আপনি কাডানায় যেতে চাইছেন কোন বিষয়ে
পড়াশোনা করতে চাচ্ছেন। সেটিতে কেন পড়তে চান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ইত্যাদি
একটি লেখা থাকবে। আর এসব দরকার হবে রেকমেনডশন লেটার ।
যেটা আপনার সরাসরি শিক্ষক বা কো অডিনেটর দিয়ে থাকেন। আথিক বিষয়ে কানাডার ব্যাচেলর
অফ স্নাতক পড়তে বাষিক আনুমানিক ১৫০০০ পাউন্ড থেকে৫০ হাজার পাউন্ড খরচ
হতে পারে।মস্টার ও পিএইচডি ক্ষেত্রে এই খর আলাদা হয়ে থাকে।কানাডায় পড়তে
যাওয়ার জন্য স্টাডি পারমিট দরকার হবে।এর জন্য আবেদন করতে হলে কোন একটি শিক্ষা
প্রতিষ্ঠান থেকে অফার লেটার বা লেটার অফ এক্সপোর্টেশান দরকার হবে। থাকতে হবে বৈধ
পাসপোর্ট ।
তবে এর সাথে দিতে হবপ লেটার অফ এক্সপ্রেশন বা পার্সোনাল স্টেটমেন্ট। সহজ
কথায় বলতে গেলে আপনি কোন কানাডায় পড়াশোনা করতে চান পড়াশোনা শেষে আপনি কি
করবেন আপনি যেখানে গিয়ে আপনার পড়াশোনা শেষে কি করবেন তার বিস্তারিত তথ্য। করার
মত উপযুক্ত তথ্য আছে তার প্রমাণপত্র আবেদনের সাথে জমা দিতে হবে ।
কোন কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়
বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকা শীর্ষে থাকে ইউরোপের বিভিন্ন
দেশ। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য দেশগুলোতে সরকার এবং ইউরোপীয়
ইউনিয়ন সরকারি অর্থায়নে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হয়।যার ফলে
ইউরোপীয় ইউনিয়ন এর কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি পাশাপাশি
বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়।
সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ
২০১২ সাল পর্যন্ত বিনা টিউশন ফিতে সুইডিশ বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনার
সুযোগ ছিল। এরপর থেকে সেখানে টিউশন ফ্রি বাধ্যতামূলক করা হয়েছে। সুইডিশ
ইনস্টিটিউট থেকে স্কলারশিপের পেলে কোনো ফান্ড ছাড়াই সুইডেনে পড়াশোনা করার
সুযোগ রয়েছে।সুইডেনে স্নাতকোত্তর করতে আগ্রহী হলে এই কলারশিপের জন্য চেষ্টা করা
যেতে পারে।সুইডিশ ইনস্টিটিউট থেকে প্রদও স্কলারশিপ টিউশন ফ্রি এ ছাড়াও
জীবনযাত্রার ব্যয়,বিমা এবং ভ্রমণের খরচ কাভার করে।
বাংলাদেশ নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য
আবেদন করতে পারে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ স ম্পকে বিস্তারিত ত থ্য পেতে নিচে
ক্লিক করুনঃ https://si.se/en/apply/scholarships
ইতালিয়ান গভমেন্ট বাসারিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট
ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে ১০০০ থেকে ২৫০০ ইউরো খরচে
পড়াশোনা সুযোগ রয়েছে।সেখানে একটি কলারশিপ পেলে টিউশন ফ্রি এর পাশাপাশি যে জীবন
যাত্রা,ভ্রমণ খরচের অথ পাওয়া যাবে। ডিগ্রী কোর্স পিএইচডি কোর্সের
এবং স্নাতকোওর ডিগ্রী কোর্সের জন্যবিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের অফার করে।
ক্ষেত্রবিশেষ যা হয়ে থাকে ৩,৬, ৯ মাস মেয়াদি হয়ে থাকে। কিছু ক্ষেত্রে আরো
বেশি হতে পারে।
ইতালিয়ান গভমেন্ট বাসারিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ক্লার শিপ বিস্তারিত
জানতেঃhttps://en.unito.it/studying-unito/scholarships-international-students?__cf_chl_tk=KGtAYD8wbxuVyX8sBP0oR8kWh2724Tn__i0I1yNJmUk-1690881655-0-gaNycGzNC6U
ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ
ফরেন কমনওযেলথ অফিস এবং এর অংশীদার সংস্থার অথায়নে শেভেনিং কোর্স স্কলারশিপ
দেওয়া হয়।শেভেনিং অ্যাওয়াড সাধারণত দুই ধরনের হয়ে থাকে। শেভেনিং স্কলারশিপ এবং
শেভেনিং ফলোশিপ।ব্রিটিশ দূতাবাস এবং হাইকমিশন কৃতজ্ঞ বিশ্বের বিভিন্ন দেশ
স্কলারশিপ গ্রহণকারীদের নির্বাচন করা হয়। এক বছরে স্নাতকোওর ডিগ্রী প্রোগ্রামের
জন্য এই স্কলারশিপ টিউশন ফ্রি নির্দিষ্ট হারে
যুক্তরাষ্ট্রের একটি ইকোনমিক্স ক্লাস বিমানের ভাড়া এবং ওয়ার্কশপের অন্যান্য
ভ্রমণ খরচ দেওয়া হয়।
শেভেনিং স্কলারশিপের জন্য কিভাবে অবেদন করতে হবে,তারিখ,পদ্ধতি এবং অংশগ্রহনকারী
বিশ্ববিদ্যালয়ের সম্পকে বিস্তারিত জানতে ঃhttps://www.chevening.org
শেষ কথা
বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা আর্থিক সংকট। ইতালিতে
স্কলারশিপ কিভাবে পাওয়া যায।ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও বিদেশে পড়তে যেতে পারে
না অনেক শিক্ষার্থী। এ সমস্যার সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ সংস্থা ও
বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সহযোগিতা হওয়া স্কলারশিপ প্রদান করে থাকে। স্কলারশিপ
বা শিক্ষাবৃত্তীয় মাধ্যমের সর্ব খরচেবা বিনা খরচে পড়াশোনা জন্য বিদেশ যাওয়া
যায় কারণ অনুযায়ী আবাসন ভাতা যাতায়াতের ভাড়া বিমানের টিকিট ও অন্তর্ভুক্ত
থাকে।
আন্তর্জাতিক সংস্কৃতি বৈজ্ঞানিক বিকাশ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার
লক্ষ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অধীনস্থ
প্রতিষ্ঠান এমআইসিআই প্রতি বছর বিদেশী শিক্ষার্থীদের জন্য ইতালি
বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে উচ্চশিক্ষা লাভের জন্য স্কলারশিপ সুবিধা দিয়ে
থাকি। কলারশিপ দেওয়ার জন্য ইতালি সরকারের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। যেমন
ইতালিকে ভাষাকে বিশ্ববাসী নিকট পরিচিতি করা এবং ইতালির অর্থনীতিকে মেধাবী
শিক্ষার্থীদের অবদান রাখা।এই স্কলারশিপ এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র
ইটালিরা একাডেমিক কোসগুলোতে গ্রহণ করতে পারবে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url