ডিজিটাল মার্কেটিং এর প্রধান প্রধান স্তর কোনটি
ডিজিটাল মার্কেটিং হচ্ছে,আমরা যে সমস্ত ব্যবসা- বানিজ্য করে থাকি বা ব্যবসা প্রচারের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকি এবং বর্তমান অনলাইন প্লাটর্ফম গুলোতে যেমন- গুগল,ফেসবুক,ইউটিউব, আরো অনেক প্লাটর্ফমে বিভিন্ন ধরনের ব্যবসার বিজ্ঞাপন দেখিয়ে বা নিজের আইডিয়া বা ইউনিক কোনো কন্টেন বা ভিডিও বানিয়ে সেগুলো কে ডিজিটাল মার্কেটিং বলে।
আজকের বিশ্ব,পরিবতনশীল ভোক্তা আচারন এবং প্রযুক্তি গত সাথে তাল মিলাতে চাইলে, ডিজিটাল মার্কেটিং কৌশল উল্লেখযোগ্য ভাবে বিকশিত হচ্ছে।ডিজিটাল মার্কেটিং বিশ্বজুড়ে ব্যবহারকারীদের সাথে যুক্ত হাওয়ার,শাক্তিশালী হাতিয়ার হয়ে ওঠছে। ডিজিটাল মার্কেটিংয়ের ধরন বোঝা ব্যবসা ও ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যারা তাদের পন্য বা ব্যবসা দাড় করাতে চান,বা ব্যান্ড সচেতনতা বাড়াতে ও অনলাইনে সাফল্য বাড়াতে চান,তাদের জন্য ডিজিটাল মার্কেটিং কার্য়কর ভুমিকা পালন করে
ডিজিটাল মার্কেটিং এর প্রধান স্তর গুলো হলো
- সার্চ ইঞ্জিন মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- কনটেন্ট মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- ভিডিও মার্কেটিং
- ই- কমার্স প্রোডাক্ট মার্কেটিং
- আটির্কেল রাইটিং
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO
সার্চ ইঞ্জিন মার্কেটিং
সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং কৌশল।যা মুলত বিঙ্গাপনের মাধ্যমে সার্চ ইঞ্জিন ফলাফল বৃদ্ধি করে এবং ওয়েবসাইট কে প্রচার করে।যেমন SEM মুলত হলো Google, bing,yahoo এর মতো সার্চ ইঞ্জিনে বিঙ্গাপন দেওয়ার মাধ্যমে ওয়েবসাইট কে দৃশ্যমান করে।এই বিঙ্গাপন পেইড সার্চ বিঙ্গাপন হয়ে থাকে।যা মুলত (ppc) বিঙ্গাপন হিসাবে উল্লেখ করা হয়।
এই বিঙ্গাপন গুলো ব্যবহার কারী ক্লিক করলেই বিঙ্গাপনদাতা টাকা পাই।SEM মুলত এটা কী ওয়ার্ড গবেষনা।এটা বিঙ্গাপন দাতাদের পন্য ও পরিষেবার সাথে সম্পকিত কীওয়ার্ড সনাক্ত করে দেয়।যার ফলে বিঙ্গাপন দাতা সহজেই তার বিঙ্গাপন কীওয়ার্ড় গুলি লক্ষ্য যুক্ত বিঙ্গাপন তৈরি করতে পারে
কানন্টেন মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং একটি কৌশল গত মার্কেটিং পল্লেছি।যা সহজেই গ্রাহকদের আকৃষ্ঠ ও জড়িত করার জন্য মূল্যবান ও প্রাসঙ্গিক সাগ্রমী তৈরির উপর দৃষ্টি আকষন করে।এর উদ্দেশ্য জন সাধারনের কাছে তথ্য বা বিনোদন প্রদান করা।এটি হতে পারে ব্লগ পোষ্ট,ভিডিও, সোশ্যাল মিডিয়ায় পোষ্ট ইত্যাদি।
ইমেইল মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশলের,শক্তিশালী ও অপরিহার্য় অংশ।সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লক্ষ্য হলো,পরিষেবা,বিষয়বস্তু নেটওয়ার্ক, প্রচার করতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করা হয়
প্রতিটি প্লাটফর্ম :
- YouTube
- Tiktok
এগুলো প্লাটফর্ম নিজস্ব ব্যবহারকারী ভিওি ও বিষয়বস্তু ও ব্যস্ততা মডেল রয়েছে।কাযকর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রযোগ করা,ব্যান্ড সচেতনতা ও দশকদের momentous উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করতে পারে।
ভিডিও মার্কেটিং
ভিডিও মার্কেটিং এর গতিশীলতা এবং কাযকর মার্কেটিং কৌশল।এই প্লাটফর্মে ভিডিও এডিট করে বা ভালো কনন্টেন তৈরি করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। এর ফলে ভালো কনন্টেন তৈরি হলে দশক আকষন হয় এবং শ্রোতাদের কাছে পোছাতে এবং জড়িত করতে, বিভিন্ন অনলাইন চ্যানেলে জুড়ে ভিডিও তেরি করা ও শেয়ার করা গুরুত্বপূর্ণ। উচ্চ রক্ত চাপ কমানোর ১০টি ঘরোয়া উপায়সোশ্যাল নেটওয়ার্ক যেমন Facebook, YouTube, Instagram, tiktok এর মতো জনপ্রিয় প্লাট ফর্মের মতো ওয়েবসাইটে ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম, ভিডিও মার্কেটিং করার সুবিধা করে দেয়। এটি সময়ের সাথে সাথে ভিডিও মার্কেটিং কৌশল উন্নত করে দেয়।
শেষ কথা
ডিজিটাল মার্কেটিং হল একটি জটিল ক্ষেএ,যা অনলাইন দর্শকদের আকষর্ন করার লক্ষ্য, বিভিন্ন কৌশল নিয়ে গঠিত।ডিজিটাল মার্কেটিং,কোম্পানি ও ব্যক্তিদের ব্র্যান্ড এবং পরিষেবা প্রচারে জন্য, বিভিন্ন সারঞ্জাম সরবরাহ করে থাকে।নতুন প্রবনতা ও প্রযুক্তির সাথে আপ টু আপ ডেট থাকা,ডিজিটাল মাকেটিং দীঘমেয়াদী সাফল্যের চাবি
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url